ভারতীয় নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য

Show Important Question


21) নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশীরাও পেতে পারেন?
A) বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা
B) সরকারি চাকরি পাওয়ার অধিকার
C) চলাচল, বসবাস ও পেশার স্বাধীনতা
D) শোষণের বিরুদ্ধে অধিকার

22) মৌলিক অধিকার ভোগ করতে পারে না___
A) সাজাপ্রাপ্ত ব্যক্তি
B) দেশদ্রোহী কার্য্কলাপযুক্ত ব্যক্তি
C) মস্তিস্ক বিকৃতিসম্পন্ন ব্যক্তি
D) দেউলিয়া ব্যক্তি

23) মৌলিক কর্তব্যগুলো সংবিধানের কোন পার্টে বর্ণিত রয়েছে?
A) তৃতীয়
B) চতুর্থ
C) চতুর্থ(এ)
D) পঞ্চম

24) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার –
A) মূল সংবিধানে ছিল
B) সংসদীয় আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়
C) ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়
D) সম্পর্কে ভারতীয় সংবিধান নীরব

25) ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে নূন্যতম কত বছর ভারতে থাকতে হয়?
A)
B)
C)
D) ১০

26) Which of the following is not included in the Fundamental Rights of the Constitution ? / নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয় ?
A) Right to Equality/ সাম্যের অধিকার
B) Right to Freedom/ স্বাধীনতার অধিকার
C) Right against Exploitation/ শোষণের বিরুদ্ধে অধিকার
D) Right to adequate means of Livelihood/ যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার

27) The number of fundamental Rights guaranteed by the Indian Constitution are — / ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা
A) 6
B) 7
C) 8
D) 9